২৬ এপ্রিল ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য কর্মকর্তার ৩ ঘন্টার অভিযানে ১ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ বৃষ্টি প্রত্যাশায় ইস্তিস্কার নামাজে কাঁদলেন ঝালকাঠিবাসী দামুড়হুদায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে করণীয়” শীর্ষক সেমিনার আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে- পার্বত্য প্রতিমন্ত্রী বরিশালে মাদক মামলার রায়ে অভিযুক্ত খালাস, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা চুয়াডাঙ্গায় ইসলামী নেতাদের নিয়ে পুলিশের মতবিনিময় সভা কে এম পি খালিশপুর থানা পুলিশের অভিযানে অনলাইন ডিজিটালাইজড প্রতারক চক্রের ২সক্রিয় সদস্য গ্রেপ্তার। আজ থেকে ঢাকায় শুরু হল এশিয়া- প্যাসিফিক বধির দাবা আন্তর্জাতিক প্রতিযোগিতা ২০২৪ “””””””””””””””” উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ রিয়াজ হোসেন খান পিপিএম। এডিশনাল এসপি পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন
বরিশাল নগরীতে বাগিয়ার শওকত হোসেন গোপন প্রতারণা ফাঁস।

বরিশাল নগরীতে বাগিয়ার শওকত হোসেন গোপন প্রতারণা ফাঁস।

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল এর এয়ারপোর্ট থানা সং বাগিয়া,২৯ নং ওয়ার্ড ৬ শতাংশ জমি ৫৪ শতাংশ করে ৯ জনের কাছে বিক্রি করে ভূমিদস্যু আব্দুল কাদের। এম এ মোতালেব হাওলাদার এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করছে একটি চক্র। এম এ মোতালেব হাওলাদার জমির প্রাকৃত মালিক তথ্যসূত্রে দেখা যায়, তফসিল সম্পত্তি ৩২ নং বাগিয়া মৌজার এস এ রেকর্ডিয় মালিক সৈয়দ কাওসার হোসেন ও জাবেদ আলী নিকট হইতে সাব কবলা দলিল মূলে দীর্ঘ প্রায় ২০ বছর কাল যাব মালিক ও দখলদার বিদ্যমান আছি। দলিল মূলে মালিক থাকিয়া তাদের নিজ নামে এসে সুজিত ৭৮৩,৯৯৬,৭৯২,১৭১৫,১৭৪১ নং খতিয়ানে এ এবং বি এস চূড়ান্ত খতিয়ানের সৃজিত ৭৩০,৭২৯ নং খতিয়ানের রেকর্ড কোরিয়া চলতি ১৪২৭ সন পর্যন্ত সরকারি খাজনাদি পরিশোধ করে দাখিলা গ্রহণ ভোগ দখলে বিদ্যমান আছে এবং তার ক্রয় কৃত জমিতে পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন কর্তৃক পাকা আরসিসি (জ ঈ ঈ) বাউন্ডারি ওয়াল প্লান পাস করে বাউন্ডারি ওয়ালের মধ্যে একাধিক দোকানের প্লান পাস করে দোকান নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করতেছে। অপর শরিক কাজী রফিকুল আলম তিনি তফসিল সম্পত্তি এস এ রেকর্ডীয় মালিক সৈয়দ মোস্তফা হোসেন ও সৈয়দ তোফাজ্জল হোসেন ওয়ারিশদের নিকট হইতে বিগত ইংরেজি ১২/৮/৯৬ তারিখের রেজিস্টার কৃত ৪১৫০ নং সাফ কবলা দলিল মূলে এবং ১১/৬/৯৮ তারিখের ৩৬৩৬ নং সাফ কবলা দলিল মূলে মালিক দখলদার বিদ্যমান থাকে এস এ সৃজিত ৪৫৬,৫৮৬ নং খতিয়ানের ২৫৩ নং দাগের এস এ রেকর্ড মূলে এবং তার নিজ নামে বি এস চূড়ান্ত ৪৫৫,২৬১ নং খতিয়ানের ৩৯৩ নং দাগে ১৫১ শতাংশ জমির মালিক দখলদার বিদ্যমান আছে এবং এম এ মোতালেব হাওলাদার তথ্য জানা যায়, কাজী সাহেব জমি বিক্রয় করার কথা প্রকাশ করিলে তখন আব্দুল কাদের ক্ষুব্দ হইয়া যাহাতে বিক্রয় করিতে না পারে ষড়যন্ত্রমূলক বাহানা করে আর একটি ভুয়া দেওয়ানী মোকদ্দমা ১৮৪/১৭ দায়ের করেন। আমি এম এ মোতালেব হাওলাদার সাফ কবলা দলিল মূলে ৩০-৩২ জন ক্রেতা প্রায় ২০-২৫ বছর কাল যাব ভোগ দখলে থাকি এবং উক্ত সম্পত্তি এস এ রেকর্ড ও বিয়ের চূড়ান্ত রেকর্ড সংশোধন করে রেকর্ড মূল্যে চলতি বাংলা সন ১৪২৭ পর্যন্ত সরকারি কাজনাতি পরিশোধ করে ভোগ দখলে বিদ্যমান আছে প্রতারক আব্দুল কাদের দীর্ঘ ৬০-৬৫ বছর পর সাবেক রেকর্ডীয় মালিক গণের ওয়ারিশদের সাথে গোপনে ষড়যন্ত্রমূলকভাবে জমির মূল মালিকগণের ওয়ারিশদের যুক্তি করে আমি এম এ মোতালেব আলাদা সূত্রে দখলে আছি তাহাদের বাদ দিয়ে যাহাদেরকে কোন মালিকানা স্বত্ব নাই তাহাদেরকে বিবাদী করে মামলা ১৮৪/১৭ দায়ের করে গোপনে মোকাদ্দমা পরিচালনা করে মামলা ১৮৪/১৭ বাটায়ারা মোকাদ্দমা এবং তাহার মাধ্যমে আব্দুল কাদের অনেক ভুয়া দলিল দিয়ে প্রায় লক্ষ টাকা আত্মসাৎ করিয়াছে। শওকত হোসেন এস এ রেকর্ডীয় মালিক সুলতান হোসেনের (শোক ভাগ) ওয়ারিশ সূত্রে বি এস ৬৮৩ নং খতিয়ানের ৩৮৬ নং দাগে ০২ শতাংশ, ৩৯০ নং দাগে ০’০৪ শতাংশ একুনে ০৬ শতাংশ, জমি রেকর্ড সূত্রে মালিক হইয়া বি এস ৬৮৩ নং খতিয়ানের মোট ০৬ শতাংশ জমি একই খতিয়ান বারবার ব্যবহার করে ৭ জনের কাছে বিক্রি করেন,৩৭ শতাংশ শওকত রেকর্ড মূল্যে মালিক ০৬ শতাংশ বিক্রি করেন ৩৭ শতাংশ অতিরিক্ত বিক্রি করেন ৩১ শতাংশ। সেসব গ্রহীতাগান দখলদার বাহিনী ও মালিক বিহীন ভাবে ক্রয় কোরিয়া
ভূমির মালিকানা কাগজপত্রের তোয়াক্কা না করিয়া এম এ মোতালেব এর ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক দখল নিতে চায়। তালিকায় দেখা যায় ২ নং হইতে ৭ নং পর্যন্ত কেতা গণের মালিকানাবিহীন জমি বিক্রয় প্রতারণা করছে। আমি এম এ মোতালেব পিতা মৃত পানজেত আলী, সং বাগিয়া ২৯ নং ওয়ার্ড, বিসিসি, আমি ৩২ নং বাগিয়া মৌজার এস এ ১৫৯ নং খতিয়ানের সৃজিত ৭৮৩,৯৯৬,১৭১৫ নং খতিয়ানের বি এস সৃজিত ৭৩০ নং খতিয়ানে ৩৯৩ দাগের ২৯ শতাংশ জমি কলা দলিল মূলে ক্রয়সূত্রে নিজ নামে রেকর্ড সূত্রে মালিক দখলদার বিদ্যমান আছি। এই জমিতে আমার দোকান বসতবাড়ি পারিবারিক কবরস্থান আছে।সিটি কর্পোরেশন কর্তৃক পাকা প্লান পাস করে পাকা আরসিসি বাউন্ডারী ওয়াল নির্মাণ করিয়া দীর্ঘ প্রায় ২০ বৎসর কাল যাবত ভোগ দখলে আছি।আমার ভূমির একই দাগের শরিক কাজী শফিকুল আলম পিতা মৃত কাজী শাহ আলম শাহ রুপাতলী তিনি সাব কবলা দলিল মূলে মালিক থাকিয়া সৃজিত এস এ ৪৫৬,৫৮৬ নং খতিয়ানের ২৫৩ দাগের ১৫১শতাংশ জমির নিজ নামে রেকর্ড মূল্যে মালিক দখলদার বিদ্যমান থাকায় বিএস চূড়ান্ত ২৬১ ও ৪৫৫ নং খতিয়ানে তাহার নিজ নামে ৩৯৩ দাগে ১,৫১ শতাংশ জমি চূড়ান্ত রেকর্ড হয়েছে। এক ব্যক্তির নামে ফার্জানা আফরোজ, গং খন্দকার আবুল কালাম আজাদ সং বদরপুর মেহেন্দিগঞ্জ, আমার নামে অসত্য সংবাদ প্রকাশ করিয়াছেন। তাতে তাহার জমির তফসিল উল্লেখ না করিয়া বলছেন তার জমির ক্ষতি করি আছি এই সংবাদটি সম্পূর্ণ ভুয়া মিথ্যা বানোয়াট এবং বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরিশাল এমপি কেস নং ৭২/২০১০ দায়ের করিয়াছেন কেসটি বিচারাধীন আছে। ভূমিদস্যু আব্দুল কাদের, শওকত হোসেন, রশিদ মোল্লা, বেলাল হোসেন, ইউসুফ খন্দকার জাল-জালিয়াতির মাধ্যমে এস এ ও বি এস রেকর্ড তৈরি করে জমি বিক্রয় বায়না করে প্রায় এক কোটি টাকা বিভিন্ন লোকের কাছ থেকে হাতিয়ে আত্মসাৎ করিয়াছেন। আরো জমি বিক্রি করার জন্য ব্যবহার করিয়াছেন ভূমিদস্যু যাদের সাধারণ মানুষ ভয় পায়। এরূপ জাল-জালিয়াতির প্রধান আব্দুল কাদের হাওলাদার ভুয়া জমিজমা বিক্রয় দলিল করে প্রায় ৫০-৬০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তাহারাও সন্ত্রাসী কায়দায় লোক আমরা তাদের ভয় রাস্তা পথঘাটে চলাফেরা করতে ভয় পাইতেছি বিরোধী ভূমিতে আব্দুল কাদের গোবাদিয়া একটি ভুয়া দেওয়ানী মোকদ্দমা ১৮৪/১৭ দায়ের করিয়াছেন। ঞ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019