২০ এপ্রিল ২০২৪, ০৫:২২ অপরাহ্ন, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সিলেটে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি।

সিলেটে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি।

আবুল কাশেম রুমন,সিলেট: বৃহত্তর সিলেট জুড়ে সকল নদ-নদীর পানির বাড়তে শুরু করেছে। গত ৪৮ ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার প্রধান নদী গুলোরও পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এখনও এসব অঞ্চলের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিপদসীমার নিচেই থাকতে পারে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে হাওড় অঞ্চলের নদ-নদীর ৪৮ ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা বলছে, গত ২৪ ঘণ্টায় লালাখালে ১০০ মিলিমিটার, জাফলংয়ে ৫০, কানাইঘাটে ৬৯ ও শেওলায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর বাংলাদেশ সংলগ্ন ভারতের গ্যাংটকে ৪৯ ও সিলচরে ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টিপাতের ফলে দেশের পানি সমতল পর্যবেক্ষণাধীন ৩৯টি স্টেশনের মধ্যে ২৬টিতে পানি বাড়ছে, ১০টিতে কমছে এবং ৩টি স্টেশনে পানি অপরিবর্তিত রয়েছে বলে রেকর্ড হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019