২৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক পেয়ে ভোটের মাঠে প্রার্থীরা সুন্দরগঞ্জে যুবলীগ নেতা আজমের উপর দুর্বৃত্তদের হামলা চুয়াডাঙ্গায় রাতে বাবাকে নিতে আসতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছেলের মুত্যু, দু’ বন্ধু মারাত্নক জখম বানারীপাড়ায় বসতঘরে লাগা আগুনে শতবর্ষী বৃদ্ধার করুন মৃত্যু ! বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য কর্মকর্তার ৩ ঘন্টার অভিযানে ১ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ বৃষ্টি প্রত্যাশায় ইস্তিস্কার নামাজে কাঁদলেন ঝালকাঠিবাসী দামুড়হুদায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে করণীয়” শীর্ষক সেমিনার আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে- পার্বত্য প্রতিমন্ত্রী বরিশালে মাদক মামলার রায়ে অভিযুক্ত খালাস, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান মন্নান মৃধার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন।

বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান মন্নান মৃধার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন।

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আ.মন্নান মৃধার বিরুদ্ধে নিজের বোন-ভাগ্নেকে ত্রাণের ঘর দেওয়া ও ১৭টি ব্রিজের পুরাতন মালামাল বিক্রি করে প্রায় দু’কোটি টাকা আত্মসাতসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের সত্যতা খুঁজতে সম্প্রতি পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরিশালের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন তার কার্যালয়ের সিনিয়র সহকারি প্রকৌশলী দেওয়ান আব্দুস সবুরকে আহবায়ক ও সহকারি প্রকৌশলী আশরাফ আহম্মদ এবং উপ-সহকারি প্রকৌশলী মো. মিজানুর রহমান মজুমদারকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তাদের ১০ কার্য দিবসের মধ্যে এ বিষয় তদন্ত করে তার দপ্তরে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এছাড়া ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধার বিরুদ্ধে ২০১৮-১৯ অর্থ বছরে কাবিটা কর্মসূচির দু’টি ত্রাণের ঘর বোন ও ভাগ্নেকে পাইয়ে দেওয়া নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল জেলা প্রশাসন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহাকে নির্দেশ দিলে তিনি উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) নিশাত শারমিনকে দায়িত্ব দেন। সম্প্রতি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সহকারি পরিচালক শরীফ মো. হেলাল উদ্দিন ইউএনওকে এ নির্দেশ দেন। ওই এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম হাফিজুর রহমান মামুন সম্প্রতি প্রধানমন্ত্রী,স্থানীয় সরকার মন্ত্রী,সচিব,দুদক, বরিশাল জেলা প্রশাসক,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধার বিরুদ্ধে তার বোন জাহানারা বেগম ও ভাগ্নে আলাউদ্দিনকে ২০১৮-১৯ অর্থ বছরে কাবিটা কর্মসূচির দু’টি ত্রাণের ঘর পাইয়ে দেওয়া ও ১৭টি পুরাতন ব্রিজের মালামাল (রড,পিলার,ভিম ও এঙ্গেল ) বিক্রি করে প্রায় দুই কোটি টাকা আত্মসাত করা সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা প্রশ্ন তুলে বলেন, আমার বোনের স্বামী নেই, দুটি সন্তানই প্রতিবন্ধী। এক্ষেত্রে অসহায় ও গরীব হিসেবে তাদের কি ঘর দেওয়া যাবেনা ? তিনি দাবি করেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019