০৪ মে ২০২৪, ১১:৩২ অপরাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে সুজনকে পিটিয়ে হত্যা, বাবা ও ভাই গ্রেপ্তার ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০ বরিশাল সিটিতে ৫ বছর পর সরকারি বরাদ্দে উন্নয়ন কাজের উদ্বোধন সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি ও দর্শনা সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক এমএ গফুর ইন্তেকাল দর্শনায় পৌর উদ্যোগে সড়কে পানি ছিটানো উদ্যোগ তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি’র আহ্বায়ক রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টির দল থেকে পদত্যাগ
চাখারে বিদ্রোহী প্রার্থী মিলনকে বিজয়ী করতে সাবেক এমপি মনিসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা একাট্টা। আজকের ক্রাইম-নিউজ

চাখারে বিদ্রোহী প্রার্থী মিলনকে বিজয়ী করতে সাবেক এমপি মনিসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা একাট্টা। আজকের ক্রাইম-নিউজ

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার ঐতিহ্যবাহী চাখার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর পাশে নেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। স্বতন্ত্র ব্যানারে দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলনের বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একাট্টা হয়েছেন। ফলে প্রতিক বরাদ্দের আগেই এখানে নৌকার প্রার্থী বনাম বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী লড়াইটা আগেভাগেই বেশ জমে উঠেছে। দিন যত যাচ্ছে রাজনৈতিক উত্তাপ তত ছড়াচ্ছে। ঐতিহ্যবাহী চাখার ইউনিয়নের কৃতি সন্তান তিনবারের সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি,বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খিজির সরদার,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আঃ হাইয়ান,সদস্য সেলিম সরদার ও সৈয়দ হুমায়ুন কবির লুলু,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মালেক হাওলাদার ও ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহসহ ৯ টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। সোমবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী ওয়াহেদুজ্জামান মিলনের বাড়ির উঠানে প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি বলেন একজন হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামীর হাতে অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী বাঙালী জাতির মহান নেতা শেরে আবুল কাসেম ফজলুল হকের পূণ্যভূমি শান্তির জনপদ চাখারের নেতৃত্ব অর্পণ করা যায়না। তাহলে শান্তির এ জনপদ ফের রক্তাক্ত জনপদে রূপ নেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি কখনও খুনির সঙ্গে আপস করেননি। একজন হত্যা মামলার আসামী কিভাবে লাল-সবুজ পতাকা,স্বাধীনতা-সার্বভৌমত্ব,শান্তি ও উন্নয়ন-অগ্রযাত্রার প্রতিক নৌকার মনোনয়ন পেল তা বোধগম্য নয় । তিনি এসময় তার বক্তৃতায় চাখার ইউপি নির্বাচনে নৌকার টিকিট পরিবর্তনেরও দাবি জানান। জনার্কীণ উঠান বৈঠকে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার,বর্তমান চেয়ারম্যান খিজির সরদারের ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম সরদার,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হুমায়ুন কবির লুলু,আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান কচি,উপজেলা জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির হত্যা মামলার বাদী ও তার ভাই সৈয়দ তরিকুল ইসলাম আপনুর,হত্যা মামলার স্বাক্ষী জাসদ নেতা আনিসুর রহমান,শ্রমিক নেতা জাফর তালুকদার প্রমুখ। প্রসঙ্গত চাখার ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিএনপি থেকে এসে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া সৈয়দ মজিবুল ইসলাম টুকু উপজেলা জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির হত্যা মামলার চার্জশীট ভূক্ত আসামী। চাঞ্চল্যকর এ হত্যা মামলার স্বাক্ষীদের স্বাক্ষ্য নেওয়ার মধ্য দিয়ে বিচার কাজ চলমান রয়েছে। ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019