২৮ মার্চ ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি, বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশালে মসজিদে নামাজ চলাকালীন এসি বিস্ফারণ, কোন হতাহতের ঘটনা ঘটেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে সমাদৃত করেছেন-পার্বত্য প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ১০৪তম জন্মদিন পালিত নিখোঁজ সংবাদ নিখোঁজ সংবাদ শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বেতন বৃদ্ধির ধর্মঘটে জিম্মি রোগীরা গৌরনদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কামাল হোসেনের দাফন সম্পন্ন বানারীপাড়ায় সিএনজি দূর্ঘটনায় চালক নিহত: ৫ যাত্রী আহত বাবুগঞ্জে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে ওয়ার্কার্স পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান সিলেটে ঈদকে টার্গেট করে বেড়েছে ছিনতাই ঝালকাঠি পরিবার পরিকল্পনা বিভাগের অংশীজন সম্মেলন অনুষ্ঠিত
ঝালকাঠির রাজাপুরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঝালকাঠির রাজাপুরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ৪ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ছাত্রলীগের ব্যানারে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ র‌্যালী অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ ছাত্রলীগের আয়োজিত বিশেষ র‌্যালী অনুষ্ঠানে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

র‌্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে উপজেলা পরিষদ অডিটিরায়ামে ছাত্রলীগ কতৃক আয়োজিত আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল তেওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. বাবু সঞ্জিব কুমার বিশ্বাস।

উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাতুব্বর ও শফিকুর রহমান ডেজলিং তালুকদার, উপজেলা সেচ্ছা সেবকলীগ নেতা সুমন তালুকদার ও রেজাউল ইসলাম আরিফ,জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সুমন ও শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা খান রেজবি সাব্বির, বেল্লাল হোসেন ও রাজাপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি সৈয়দ রিগান প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মীরা অংশ নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019