২১ নভেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক:
নোয়াখালীর সেনবাগে মাদ্রাসা থেকে দুই ছাত্র পালানোর জন্য চার তলার জানালা দিয়ে রশি বেয়ে নিচে নামার সময় রশি ছিঁড়ে সাজিদ (১২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সাইফুল ইসলাম নামে অপর ছাত্র গুরুতর আহত হয়েছে। সোমবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার কানকিরহাট ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাদ্রাসার শিক্ষকরা তাদের উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজিদ কানকিরহাট এলাকার আবুল কাসেমের ছেলে। আহত সাইফুল ইসলামকে রাতেই উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
সেনবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রদের শাসনের নামে মারধর ও বন্দি করে রাখায় ওই দুই ছাত্র পালানোর চেষ্টা করে। এ সময় হতাহতের ঘটনা ঘটে।