২৯ মার্চ ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার, ভাই-বোন আটক বরিশালে ঝুলন্ত মরদেহ উদ্ধারের দুই মাস পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা বরিশালে মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়ের সাথে বিএমপি কমিশনার এর সৌজন্য সাক্ষাৎ গভীর রাতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত পায়ুপথে ৭০ লাখ টাকার সোনা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে দু’ দেশের পতাকা বৈঠক শেষে ভারতীয় নাগরিককে ফেরত কাঠালিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় ১ ডাকাত গ্রেফতার দামুড়হুদায় নাশকতার মামলায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ সাবেক চেয়ারম্যান,সাবেক ভাইস ঝালকাঠি পৌরসভার দুই খেয়াঘাট ইজারায় হাইকোর্টের স্থগিতাদেশ বাবুগঞ্জে পাট ক্ষেত দিয়ে হাটার প্রতিবাদ করায় কৃষককে কুপিয়ে জখম
খাগড়াছড়িতে নবীন সৈনিকদের শপথ গ্রহণ অনুষ্ঠান যুদ্ধের মাঠে শত্রুকে ধ্বংস করতে হবে-জিওসি এস এম মতিউর রহমান

খাগড়াছড়িতে নবীন সৈনিকদের শপথ গ্রহণ অনুষ্ঠান যুদ্ধের মাঠে শত্রুকে ধ্বংস করতে হবে-জিওসি এস এম মতিউর রহমান

মোবারক হোসেন, খাগড়াছড়ি: নবীন সৈনিক হিসেবে তোমাদের ব্যবহার ও আচরণ হবে সংযত, সুশৃঙ্খল। যুদ্ধের মাঠে শত্রুকে ধ্বংস করতে হলে অর্জন করতে হবে উন্নতমানের শারীরিক যোগ্যতা, সহিঞ্চুতা, পেশাগত দক্ষতা, লক্ষভেদে নিপুণ নিশানা যার প্রশিক্ষণ ইতিমধ্যে তোমাদের দেয়া হয়েছে। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি দীঘিনালা ফরমেশন এ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের নবীন সৈনিকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, তোমাদের উপর অর্পিত হলো, দেশমাতৃকার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখন্ডতা রক্ষার পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সাথে সদা মনেপ্রাণে প্রস্তুত থাকতে হবে।
খাগড়াছড়ি দীঘিনালা ফরমেশন এ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্ণেল জয়নুল আবেদীন চিসতি’ সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০৩ পদাতিক ব্রিগেড’র খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফয়জুর রহমান এসজিপি,এএফডবিøউসি,পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল আবু মোহাম্মদ হাসানুল হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুল বারী মল্লিক, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এছাড়া দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আদনান কবির, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষিত ৬শত ৪৬ জন নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করানো হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019