২১ নভেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক::বরিশালে কাভার্ডভ্যানচাপায় রেশমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শহরের কাউনিয়া বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রেশমা বেগম পিরোজপুরের ভান্ডারিয়া উপজলোর করিম খানের মেয়ে ও কাউনিয়া বিসিক এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।রেশমা বেগম তার স্বামী মাহবুব হোসেনের সঙ্গে দীর্ঘ বছর ধরে কাউনিয়া এলাকার মিরা বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, হেলপার কাভার্ডভ্যানটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ওই সময় কাভার্ডভ্যানটি রেশমা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হন।
ঘটনার পরপরই হেলপার স্বাধীন মোল্লাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বরিশাল সদর উপজেলার কড়াপুর মিয়া বাড়ি মসজিদ সংলগ্ন আ. কুদ্দুস মোল্লার ছেলে।
কাউনিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিম আজকের ক্রাইম নিউজ কে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হেলপারকে আটক ও কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। পাশাপাশি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।