২৮ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বানারীপাড়ায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না- পার্বত্য প্রতিমন্ত্রী নীলফামারীর ডিমলায় বৃষ্টির জন্য নামাজ আদায় UNDP এবং টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পর্যটনের উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের সাংবাদিক কৌশিক কে নিয়ে মিথ্যা অপপ্রচার কাঁচি দিয়ে গলা কেটে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেফতার শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, চেয়ারম্যান প্রার্থীকে তলব
উত্তরের হিমেল হাওয়ায় তেতুলিয়ায় কনকনে শীত ক্রমেই তীব্রতা বাড়ছে

উত্তরের হিমেল হাওয়ায় তেতুলিয়ায় কনকনে শীত ক্রমেই তীব্রতা বাড়ছে

জাবেদুর রহমান জাবেদ তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:- গত বছর গুলোর তুলনায় এ বছর একটু ব্যতিক্রম ভাবে শীত পড়তে শুরু করেছে তেতুলিয়ায়। কনকনে শীতের কারনে রুপ বদলাতে শুরু করেছে প্রকৃতি। দিনের বেলা আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বাড়তে থাকে। সঙ্গে পাল্লা দিয়ে বইতে থাকে হিমেল হাওয়ার সাথে শিশির কণা। রাতভর ঘনকুয়াশা ও শিশির কণাগুলো বৃষ্টির ঝড়তে থাকে। সকাল চায়ের পাতায় আর ঘাসের ডগায় জমে দোল খায় শিশির কণাগুলো।
পর্যটকদের কাছে শীত মৌসুমে ভ্রমনের মুল অর্কষন হয়ে উঠে দেশের সর্ব উত্তরের উপজেলা তেতুলিয়া। যেখানে দাড়িয়ে খালি চোখেই হিমালয়ের সর্বচ্চো শৃঙ্ঘ কাঞ্চনজংঙ্ঘার দৃশ্য অবলোকন করা যায়। এছাড়াও শীত ও কুয়াশার মিলন মেলা দেখা যায় এখান থেকে। এ সময় ভ্রমন হয় আনান্দদায়ক।
অগ্রাহণ মাস থেকে হালকা শীত পড়তে শুরু করলেও পৌষের শুরু থেকেই শীতের তীব্রতা বেড়ে যায়। হিমালয়ের খুব কাছে হওয়ার কারনে শীত মৌসুমে জনদূর্ভোগ বেড়ে যায় অনেক বেশী। তবে শীত মোকাবেলায় সরকারী বরাদ্দের অংশ হিসেবে ইতিমধ্যে ৫ হাজার কম্বল এসেছে। বিত্ত¡বান ব্যাক্তি ও বেসরকারী সংস্থা গুলোকে শীর্তাতদের পাশে এগিয়ে শুরু করেছে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া জানান, তেঁতুলিয়ায় দিনদিন শীতের তীব্রতা বাড়ছে। অসহায় ও ছিন্নমুল মানুষের তুলনায় সরকারি ভাবে যা বরাদ্দ দেয়া হয়েছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। আরো শীত বস্ত্রের জন্য বিত্ত¡বান ও এনজিও প্রতিনিধিদের এগিয়ে আশারও আহবান জানান তিনি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলম জানান, দেশের অন্যান্য এলাকার চেয়ে তেতুলিয়ায় শীতের তীব্রতা বেশিই। শীতার্ত মানুষের জন্য ইতিমধ্যে আমরা ৫ হাজার কম্বল পেয়েছি সেগুলোর বিতরণ কার্যক্রম চলছে। উর্ধতন কর্তৃপক্ষের নিকট আরো কম্বলের চাহিদা পাঠানো হবে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের সহকারি আবহাওয়া কর্মকর্তা রহিদুল ইসলাম আজ (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় জানান, আজকের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রীতে উঠানামা করছে। তবে আগামিকাল প্রচন্ড ঠান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্যাপশন:- তেতুলিয়ার সহকারি কমিশনার (ভুমি) মাসুদুল হক শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দিচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019