২০ নভেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি:মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি শহরতলীর গাবখান ইকোপার্কে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন।
প্রতিযোগিতায় বরিশাল বিভাগের বিভিন্ন স্থান থেকে ১০টি ঘোড়া অংশ নেয়। দৌড়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সুলতান হোসেনের ঘোড়া প্রথম, বরগুনা জেলার তালতলি উপজেলা রোকন উদ্দিনের ঘোড়া দ্বিতীয় এবং একই উপজেলার সৈকত হোসেনের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীসহ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। জেলা শহর ও আশপাশের হাজারো নারী-পুরুষ এবং শিশুরা ঘোড়দৌড় উপভোগ করেন।