রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০২:২৯ অপরাহ্ন
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার হাজী সড়কে নিসর্গ এন্টারটেইনমেন্ট জোনে এ বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা ও সদর উপজেলা কর্মীবৃন্দের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয় ও বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। প্রথমে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর মহিলা শাখার কাজী আফরোজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র গভর্নর মোঃ মাহমুদুল হক খান মামুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ও সাধারণ সম্পাদক কাজী আল মামুন। এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর মহিলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা শেষে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করা হয়।