০৪ মে ২০২৪, ০২:২৪ অপরাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি’র আহ্বায়ক রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টির দল থেকে পদত্যাগ চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাড়ি শেষ তিন বছর পর জামিনে কারামুক্ত মামুনুল হক দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস পাওনা টাকা না পেয়ে বন্ধুর স্ত্রীকে বিয়ে, অতঃপর… সাংবাদিককে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিলার দামুড়হুদায় কনের বাড়িতে ভ্রাম্যমান আদালত, খাবার পেল এতিমখানা গৌরনদীর ধানডোবা গ্রামে স্ত্রীর অধিকার পেতে তিন মাসের আন্তঃসত্ত্বা নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন
ঝালকাঠি জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি শাহআলম সম্পাদক পনির

ঝালকাঠি জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি শাহআলম সম্পাদক পনির

ঝালকাঠি প্রতিনিধি:নৌকায় চড়ে যারা অন্যের নৌকা ফুটো করে ডুবায় তাদের দলে স্থান হবে না- আমু

আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য ও ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, যারা নৌকায় চড়ে বিজয় লাভ করে আরেকজনের নৌকা ফুটো করে ডুবায় তাদের আর কোনদিন নৌকায় স্থান হবে না। আওয়ামী লীগ পরিবারের ভেতর যারা ভাঙন সৃষ্টি করতে চায়, দ্বিধা বিভক্ত করতে চায়, সার্থ হাসিলের জন্য বিভিন্ন কর্মকান্ড করে, তাদর ব্যপারে সজাগ থাকতে হবে। তাদেরকে শিক্ষা দিতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ প্রবীণ নেতা। বৃহস্পতিবার দুপুরে শহরের শিশুপার্কের মুক্তমঞ্চে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রিক কমিটির সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, যারা চাঁদবাজ, টেন্ডারবাজ, যারা দুর্নীতিবাজ, যারা জঙ্গি এবং সাম্প্রদায়িক তাদের বিরুদ্ধে আমাদের লড়াই-সংগ্রম। এ সংগ্রম শেখ হাসিনার একার নয়, দেশের ১৬ কোটি মানুষের সংগ্রম। আর এ সংগ্রামে আমাদের সকলকে শেখ হাসিনার পাশ থাকতে হবে। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সে ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যহত রাখতে হবে। দুপুর ১২ টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক মন্ত্রী এমপি আমির হোসেন আমু। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রিয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য গোলাম রব্বানী চিনু বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির সম্মেলনে বার্ষিক প্রতিবেদন তুলে বক্তব্য রাখেন। সম্মেলনের দি¦তীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সরদার মো. শাহ আলমকে পুনরায় সভাপতি ও অ্যাড. খান সাইফুল্লাহ পনিরকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। #

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019