২৬ এপ্রিল ২০২৪, ১০:০১ অপরাহ্ন, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক পেয়ে ভোটের মাঠে প্রার্থীরা সুন্দরগঞ্জে যুবলীগ নেতা আজমের উপর দুর্বৃত্তদের হামলা চুয়াডাঙ্গায় রাতে বাবাকে নিতে আসতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছেলের মুত্যু, দু’ বন্ধু মারাত্নক জখম বানারীপাড়ায় বসতঘরে লাগা আগুনে শতবর্ষী বৃদ্ধার করুন মৃত্যু ! বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য কর্মকর্তার ৩ ঘন্টার অভিযানে ১ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ বৃষ্টি প্রত্যাশায় ইস্তিস্কার নামাজে কাঁদলেন ঝালকাঠিবাসী দামুড়হুদায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে করণীয়” শীর্ষক সেমিনার আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে- পার্বত্য প্রতিমন্ত্রী বরিশালে মাদক মামলার রায়ে অভিযুক্ত খালাস, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
১১৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১৬ জনের নামে মামলা করেছে দুদক।

১১৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১৬ জনের নামে মামলা করেছে দুদক।

অনলাইন ডেস্ক:: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর কার্গো শাখায় দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ১১৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১৬ জনের নামে মামলা করেছে দুদক। এর মধ্যে রাজধানীর কাকরাইল মোড় থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে দুদক টিম। মঙ্গলবার সকালে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনের মামলার পরিপ্রেক্ষিতে দুদক ‍টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, সাবেক মহাব্যবস্থাপক (কার্গো), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (পরবর্তীতে পরিচালক, মার্কেটিং এন্ড সেলস, বর্তমানে অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আলী আহসান ও সাবেক ব্যবস্থাপক (রপ্তানি), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইফতেখার হোসেন চৌধুরী।

দুদক সূত্রে জানা যায়, মামলার ১৬ আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও বাকিরা যেন বিদেশে না পালিয়ে যেতে পারে সে জন্য বিমানবন্দরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

অভিযোগের বিবরণে বলা হয়েছে, আসামিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর কার্গো শাখায় দায়িত্ব পালনকালে অসদুদ্দেশ্যে পারষ্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার পূর্বক অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে নিজেরা লাভবান হয়ে নন-শিডিউল ফ্রেইটারদের লাভবান করার কুমতলবে ৪,১১৫ টি নন-শিডিউল ফ্রেইটার কর্তৃক পরিবহনকৃত ১৩,৯৮,৯২,৪৯০ কেজি কার্গো ও মেইলের বিপরীতে জিএইচসি (গ্রাউন্ড হ্যান্ডলিং কমিটি) এর গত ২৪/৫/২০১২ তারিখের ০৩/২০১২নং সভার সিদ্ধান্ত মোতাবেক কার্গো ও মেইল হ্যান্ডলিং চার্জ বাবদ জুলাই/২০১২ হতে ডিসেম্বর/২০১৭ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কার্গো শাখার মাধ্যমে আদায় যোগ্য সর্বমোট ১,৫০,৯৩,০৭৪ মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় ১১৮,০৪,১৭,০৪৮/- (একশত আঠার কোটি চার লাখ সতের হাজার আটচল্লিশ) টাকা আদায় না করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তথা সরকারের আর্থিক ক্ষতি সাধনপূর্বক দণ্ডবিধির ৪০৯/৪১৮/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়।

দুদকের করা মামলায় আসামিরা হলেন, মোহাম্মদ আলী আহসান (পি-৩৪৭০৮), সাবেক মহাব্যবস্থাপক (কার্গো), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (পরবর্তীতে পরিচালক, মার্কেটিং এন্ড সেলস, বর্তমানে অবসরপ্রাপ্ত), মো. আরিফ উল্লাহ (পি-৩৬৫২৩), ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (কার্গো), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বর্তমান, ইফতেখার হোসেন চৌধুরী (পি-৩১১২২), সাবেক ব্যবস্থাপক (রপ্তানি), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বর্তমানে অবসরপ্রাপ্ত), মো. শহিদুল ইসলাম (পি-৩৪২১৫), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বর্তমানে কান্ট্রি ম্যানেজার, দাম্মাম, সৌদি আরব, আমিনূল হক ভুঁইয়া (পি-৩৪২১৬), সাবেক সহকারী ব্যবস্থাপক (চলতি দায়িত্ব/বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বর্তমানে রিজিওনাল ম্যানেজার, রিয়াদ, সৌদি আরব, মো. লুতফে জামাল (পি-৩২১৪৭), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বর্তমানে অবসরপ্রাপ্ত), মোশাররফ হোসেন তালুকদার (পি-৩১৩৭৪), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বর্তমানে অবসরপ্রাপ্ত), রাজীব হাসান (পি-৩৩০০৭), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, (বর্তমানে অবসরপ্রাপ্ত), নাসির উদ্দিন তালুকদার (পি-৩২১০৩), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বর্তমানে অবসরপ্রাপ্ত), অনুপ কুমার বড়ুয়া (পি-৩৩০০৩), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বর্তমানে অবসরপ্রাপ্ত, কেএন আলম (পি-৩৩২৬৫), সাবেক সহকারী ব্যবস্থাপক (চলতি দায়িত্ব/বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বর্তমানে অবসরপ্রাপ্ত), মো. ফজলুল হক (পি-৩৪২১১), সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বর্তমানে কার্গো আমদানি শাখার সৈয়দ আহমেদ পাটোয়ারী (পি-৩২০৯৫), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বর্তমানে অবসরপ্রাপ্ত), মনির আহমেদ মজুমদার (পি-৩৪২২১), সাবেক সহকারী ব্যবস্থাপক (চলতি দায়িত্ব/ বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বর্তমানে পিআরএল), একেএম মঞ্জুরুল হক (পি-৩২০৯১), সাবেক ব্যবস্থাপক আমদানি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বর্তমানে অবসরপ্রাপ্ত) ও জনাব মো. শাহজাহান (পি-৩২৬৮৪), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বর্তমানে অবসরপ্রাপ্ত)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019