২১ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক::ময়মনসিংহের ধোবাউড়ায় নতুন পরিবহন আইনে বালু বোঝাই ট্রাকের ড্রাইভারকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকাল থেকে রাত্ত পর্যন্ত ধোবাউড়া বাজার ও ব্রীজের পূর্ব পাশে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেশ কিছু ট্রাকের চালককে জরিমানা করা হয়। প্রতিটি ট্রাকে ২৫ থেকে ২৭ টন বালু ভর্তি রয়েছে যা রাস্তার ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ। এলজিইডি বিভাগের রাস্তাগুলো সবোর্চ্চ ১২ টন বহনকারী যান চলাচলের উপযোগী হিসেবে নির্মাণ করা হয়। অতিরিক্ত ওজন বহনকারী যানবাহন চালালে অনাধিক ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।
গত কয়েক বছর ধরে ধোবাউড়ায় অতিরিক্ত বোঝাই বালুর ট্রাক নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ ছিল চরমে। এ নিয়ে অনেক মিছিল, মিটিং, আন্দোলন, সভা হয়েছে। কিন্তু তা কার্যকর হয়নি।
তবে নতুন আইনে তা কার্যকর করতে সক্ষম হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান। আর সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। তিনি রাতের আধাঁরে রাস্তায় বসে থেকে সহযোগিতা করেন। এর ফলে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে জনমনে স্বস্তি এসেছে। এই অভিযান অব্যাহত রাখার আহবান জানিয়েছেন সাধারণ ভুক্তভোগী মানুষ।