২১ নভেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক::বরিশাল নগরীর পোটরোড এলাকার আবাসিক হোটেল গ্রান্ড প্লাজার একটি কক্ষ থেকে সোহরাব শিকদার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
অদ্য বৃহস্পতিবার রাতে তার মরদেহ করা হয়। জানা গেছে মৃত ব্যক্তি বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য সোহরাব শিকদার।
সূত্রটি আরো জানায়, ফরিদপুরের এক নারীর সাথে তার পরকীয়া প্রেম চলছিলো। সেই নারীকে নিয়ে বরিশালের ওই আবাসিক হোটেলে ওঠে। পরে রোমাঞ্চ করার সময় তার বুকে ব্যাথা উঠে এবং কিছুক্ষন পড়েই তিনি ঢলে পড়ে যান।
সংবাদ পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ গিয়ে তাকে নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য পরকীয়া প্রেমিকাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ছুটে আসেন উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম ভূঞা ও সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল আহমেদ ।
তিনি আরো জানান আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।