০৭ মে ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা বরিশালের সাবেক মেয়র কামালের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে মামলা বরিশালে সর্বজনীন পেনশন মেলা চুয়াডাঙ্গায় আদালতে মায়ের জবানে নিজ শিশু সন্তানকে হত্যার দোষ স্বীকার ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পে “ দর্শনার মাদিনাতুল উলুম মাদ্রাসায় অভিভাবক সম্মেলন,নাজেরা ও হিফ্জুল কুরআান বিভাগের ক্লাস উদ্বোধন বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর আশঙ্কা বরগুনায় ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার চুয়াডাঙ্গায় স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা আশ্রয়ণের ৮০ ঘর সাত লাখে বিক্রি করলেন চেয়ারম্যান
পটুয়াখালীতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করলো ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পটুয়াখালীতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করলো ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

নিউজ ডেস্ক::পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন শায়েক ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমড়াগাছিয়া ইউপি কার্য্যালয় সংলগ্ন বটতলা বাজারে এ ঘটনা

আহত নেতার নাম মো. রুহুল কুদ্দুস। তিনি মির্জাগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি ও আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।

এ ঘটনায় আহত ইউপি সদস্যের ভাই মো. মশিউর রহমান মঙ্গলবার রাতেই বাদী হয়ে সুবিদখালী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন শায়েক, ছাত্রলীগের সাবেক নেতা খাইরুল আলম শাহীনসহ চার জনের নাম উল্লেখসহ ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের সামনে বটতলা বাজারে মঙ্গলবার সন্ধ্যায় একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো. রুহুল কুদ্দুস। এ সময় শাকিল হোসেন শায়েক কথা বলার জন্য তাকে বাইরে ডাকেন। এতে ওই যুবলীগ নেতা অস্বীকৃতি জানালে শায়েকের নেতৃত্বে ১০ থেবে ১২ জন যুবক দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাথারি কুপিয়ে জখম করেন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন শায়েকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি এ ঘটনার সাথে জড়িত নই। কি কারণে তিনি (রুহুল কুদ্দুস) এ ঘটনায় আমার জড়িত থাকার বিষয়টি বলেছেন আমি তা জানিনা। আমাকে ফাঁসানো হয়েছে।’

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল বলেন, ‘ইউপি সদস্য ও যুবলীগের সিনিয়র নেতাকে কুপিয়ে জখম করার ঘটনার মূল হোতা সরকারি সুবিদখালী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন শায়েক এর আগেও কলেজের একজন প্রবীণ কর্মচারীকে মারধর করেছেন। এ ছাড়া স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চাঁদা চেয়ে না পেয়ে ভাংচুর করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ’

তিনি আরও বলেন, শাকিল হোসেন শায়েকের অপর সহযোগী খাইরুল আলম শাহীন ছাত্রলীগের সাবেক নেতা দাবি করলেও তিনি মূলত ছাত্রদলের একজন কর্মী ছিলেন। সে এখন ছাত্রলীগের নামধারী কর্মী। উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ জেলার আওতাধীন আলাদা দুটি ইউনিট হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আমার হাতে নেই, তাই বিষয়টি জেলা নেতৃবৃন্দদের অবহিত করেছি।’

উপজেলা যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম লোটাস বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি জোট সরকারের শাসনামলে নির্যাতিত ও ত্যাগী নেতার ওপর এ রকম নৃশংস হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পটুয়াখালী জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।’

মির্জাগঞ্জ থানার ভারর্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো. রুহুল কুদ্দুসকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের করেছেন তার ভাই। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019