২০ এপ্রিল ২০২৪, ০১:০৬ অপরাহ্ন, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা।

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা।

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির(বিডিআরসিএস) ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিস পর্যন্ত ভাইস চেয়াম্যান পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন ও কার্যকরি সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে সূত্র জানায়। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ইউনিট অফিসার আব্দুল গণি সাংবাদিকদের জানান,
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী আতাউর রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক শানে আলম, খাগড়াছড়ি জেলা যুবদল সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্য, খাগড়াছড়ি পৌর সভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল মজিদ ও সাংবাদিক আজিমুল হক।

কার্যকরি সদস্য পদে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক দুলাল হোসেন, বর্তমান কমিটির সদস্য ও খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, ধীমান খীসা, কনিস্ক চাকমা, প্রশান্ত কুমার সাহা, মো. শহিদুল ইসলাম, মো. খোরশেদ আলম, মো. জসিম উদ্দিন ও গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা। উল্লেখ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের প্রধান নির্বাচন কমিশনার এম রাশেদুল হক ১৭ নভেম্বও শনিবার দ্বি-বার্ষিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে আগামি ৬ ডিসেম্বর শুক্রবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এছাড়া ২১ নভেম্বর মনোনয়ন পত্র বিক্রি শেষ হলেও আগামীকাল শনিবার ২৩ নভেম্বর প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করা হবে। ২৪ নভেম্বর প্রার্থী মনোনয়ন পত্র বাছাই, ২৫ নভেম্বর প্রার্থী মনোনয়ন পত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ, ২৬ নভেম্বর আপত্তির নিষ্পত্তি, ২৭ নভেম্বর প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ২৮ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ২৯ নভেম্বর চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019