১৭ এপ্রিল ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, বুধবার, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশালে হাসপাতালের প্রিজন সেলে খুনের ঘটনায় ৩ কারা পুলিশ বরখাস্ত বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে বিক্ষোভ: ধাওয়া-পাল্টা ধাওয়া দেশের উন্নয়ন ও শান্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে- রাঙ্গামাটির সাংগ্রাই উৎসবে পার্বত্য প্রতিমন্ত্রী বানারীপাড়ায় বর্ষবরণে বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্নান করতে গিয়ে দূর্গাসাগর দীঘিতে ডুবে একজনে মৃ’ত্যু নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জনের মনোনয়নপত্র দাখিল। ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন ২২ জনের মনোনয়ন দাখিল ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৬তম বর্ষ পুর্তি অনুষ্ঠান বানারীপাড়ায় কলা গাছের সঙ্গে শত্রুতা!
আগৈলঝাড়ায় পয়সারহাটে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান

আগৈলঝাড়ায় পয়সারহাটে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান

বি এম মনির হোসেন আগৈলঝাড়া প্রতিনিধি:-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ওই বাজারের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাত ১০টায় দিকে ওই বাজারের পেট্রোল তেল ব্যবসায়ী আলমগীর দাড়িয়া’র ব্যবসা প্রতিষ্ঠান থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে বাজারের পেট্রোল তেল ব্যবসায়ী আলমগীর দাড়িয়া’র ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে তা পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। পরে গৌরনদী ও কোটালীপাড়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে করেন। ততক্ষণে বাজারের মিঠু বেপারী ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠান, মনোতোষ এর ফানির্চারের ব্যবসা প্রতিষ্ঠান, আলমগীর দাড়িয়ার হার্ডওয়ারের ব্যবসা প্রতিষ্ঠান, সুমন মোল্লার হার্ডওয়ারের ব্যবসা প্রতিষ্ঠান, পরিমল হালদারের ডেন্টাল ক্লিনিক, অমল শীলের সেলুন, আনোয়ার হোসেনের ঔষুধের ফার্মেসী, সোবাহান মিয়ার মিষ্টির ব্যবসা প্রতিষ্ঠানসহ ৮টি পুরোপুরিভাবে পুড়ে যায় এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও ৩টি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিসের বরিশাল জেলা উপ-পরিচালক ফারুক হোসেন বলেন, আমরা দুইটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে এনেছি। হতাহতের কোন ঘটনা ঘটেনি। খবর পেয়ে ওই রাতেই উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস,থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019