০৮ মে ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দর্শনায় উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্রিফিং মাহমুদ হাসান রনি, ঘোড়াঘাটে কোটি টাকা নিয়ে কর্মকর্তা উধাও খাদ্য গুদাম সিলগালা রহমতপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত ঘোড়াঘাটে সরঞ্জামসহ ট্রান্সফরমার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বরিশাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে  মনোনীত অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত উপজেলা নির্বাচন: ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন শাহজালাল (র.) ওরস উপলক্ষে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত কালকিনিতে বজ্রপাতে প্রতিবন্ধীর নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা বানারীপাড়ায় অধ্যাপক নিত্যানন্দ শীলের পরলোকগমণ বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা
৭টি মামলা দিয়ে ভয় দেখান না হলে ৫০ হাজার টাকা দেন। আজকের ক্রাইম নিউজ

৭টি মামলা দিয়ে ভয় দেখান না হলে ৫০ হাজার টাকা দেন। আজকের ক্রাইম নিউজ

ক্রাইম ডেস্ক::বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার জনগুরুত্বপূর্ণ এ এলাকায় অসংখ্য মানুষের বসবাস। ফলে এ এলাকায় অপরাধ প্রবণতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, জবরদখল, বোমা ফাটিয়ে ও গুলি করে আতঙ্ক সৃষ্টির পর হামলার ঘটনা ঘটছে অহরহ। একের পর এক লাশ উদ্ধারের ঘটনাও ঘটছে। কিন্তু পুলিশ এসকল অপরাধ প্রবণতা বন্ধে তেমন কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
২০০০ সালে ভর্তি হয়ে ১৫ ব্যাচে ট্রেনিং শেষে বরিশালে যোগদান করেন এসআই মোঃ শহিদুল ইসলাম । যোগদানের পর থেকে দীর্ঘদিন যাবৎ বরিশাল রেঞ্জ ডি.আইজি অফিসে ডিস,পাশ শাখায় কর্মরত ছিলেন।
অপরদিকে অভিযোগ রয়েছে থানার আউট সোসিং বেতনে বাবুর্চি হিসাবে ভর্তি হয়ওয়া আঃ কাদেরের। সে সরকারী বেতন পেয়ে থাকেন ১৭৪০০/- টাকা বাবুর্চি কাজ না করে এক মহিলাকে দিয়া ৫০০০/- হাজার টাকা বেতনে থানার কাজ করিয়ে থাকেন।
২০১২ সালে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিস হইতে এসআই পদে পদোন্নতি পেয়ে ঝালকাঠী জেলায় যোগদান করেন। ঝালকাঠী সদর কোর্টে বদলী হয়।
২০১৩ সালের ২২/০৫/২০১৩ তরিখ লাল মোহন থানায় যোগদান করেন।
২০১৫ সালে জেলা হইতে বদলী হয়ে বরিশাল জেলায় যোগদান করেন। পরবর্তীতে বদলী হয় মেহেন্দিগঞ্জ থানায় আসেন। ২০১৭ সালে এ এসআই হইতে এসআই পদে পদোন্নতি হয়ে বানারীপারা থানায় বদলী হয় । সেখানেও টিকতে না পেরে পুনরায় বদলী হঃয়। মেহেন্দিগঞ্জ ।
গত ৮ জুলাই’১৯ বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার রাজাপুর গ্রামের মৃত- ফজলে করিম বেপারীর ছেলে মোস্তা বেপারী বাড়ি গিয়ে ভয় দেখিয়ে বলেন তুই মাদক বিক্রেতা । তার কাছ থেকে ১০ হাজার টাকা নেয়ার কথা শিকার করেন মোস্তাক বেপারী। এবং তার স্ত্রীকে অশ্লিল ভাষায় গালাগালি করেন। এ বিষয়ে মোস্তাক ব্যপারী এলাকার গন্য মান্য ব্যক্তিদেরকে জানান।
উক্ত ঘটনার জেরে গত ১০/০৭/২০১৯ তারিখ রাতে ঘুম থেকে তুলে নিয়ে যান কয়েক জন পুলিশসহ থানায়। হত্যা মামলা, চুর মামলা ও ডাকাতি মামলায় জড়ানোর ভয় দেখান তার নামে ৭টি মামলা দিয়ে ভয় দেখান রাতে ৫০ হাজার টাকা

পুলিশ আইনের ৩৫(৬) ধারা মতে বিজ্ঞ আদালত প্িরমপিউশনে দাখিল করেন মস্তোফা জামিন নিয়অ তাহার এক চাচাতো ভাই সাংবাদিক হাতার পরামর্শে মাননীয় রেঞ্জ ডি.আইজি শফিকুল ইসলাম এর নিকট তাহার বক্তব্য পেশ করিলে তিনি লিখিত অভিযোগ গ্রহন করিয়া মোঃ শহিদের নাম তদন্ত দেন। তদন্ত কালে তিনি ৩০ হাজার টাকা দিয়া মস্তাফাকে বাকী ২০ হাজার টাকা ৭ দিন পরে দেয়ার কথা বলেন উক্ত টাকা চাইতে গেলে তাহাকে জীবন নাসের হুমকী প্রদান করেন। বিধায় হাতার অত্তরক্ষার জন্য তিনি মিডিয়ার সামনে হাজির হয়ে সাক্ষাত কর প্রদান করেন এবং ন্যায় বিচারের দাবী করেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, মেহেন্দিগঞ্জ থানার এসআই মোঃ শহিদুল ইসলাম এর নামে ভূক্তভোগী একাধিক ব্যক্তি জানিয়েছে, রাতে সিভিল টিমের দায়িত্বপালনকারী পুলিশ কর্মকর্তারা নিরীহ লোকদের আটক করে মাদক ও নাশকতা মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়েও হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। আবার চার্জসীট থেকে নাম বাদ দেয়ার কথা বলেও নেয়া হচ্ছে টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019