১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
খবর বিজ্ঞপ্তি,, বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান। রোববার( ১৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার, ঢেউটিন, আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। আজ দুপুর ১ টায় বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবের হাট বাজারে। জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার, ঢেউটিন, আর্থিক সহায়তার চেক বিতরণ করেন মাননীয় প্রতিমন্ত্রী পানিসম্পদ মন্ত্রণালয় অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বরিশাল সদর উপজেলায় ঘূর্ণিঝড় “বুলবুল” এর প্রভাবে ক্ষতিগ্রস্ত ১০ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক এবং প্রতিটি পরিবারকে ২ বান করে ঢেউটিন মোট ২০ বান ঢেউটিন প্রদান করা হয়। ১০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনিসহ ১০০ টি শুকনো খাবারের প্যাকেট ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় কর্নেল জাহিদ ফারুক শামীম এমপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা এডভোকেট মাহবুবুর রহমান মধু, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, বরিশাল সদর উপজেলা পিআইও মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল এস এম জাকির হোসেন, এসপি বন্দর থানা নাসির উদ্দিন মল্লিক, চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান আমানুল্লাহ আমান, টংগীবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দিন খান, ওসি বন্দর থানা আনোয়ার হোসেন তালুকদার, বিভিন্ন ইউনিয়নের মেম্বার বৃন্দরাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রী বিতরণের পূর্বে অতিথিরা ঘুর্নিঝড় বুলবুলসহ ঘুর্নিঝড়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ থেকে উপজেলায় ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার, ঢেউটিন, আর্থিক সহায়তার চেক প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।