১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলায় ৪দিন ব্যাপী শুরু হয়েছে আয়কর মেলা। ১৬ নভেম্বর শনিবার খাগড়াছড়ি জেলা শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর উদ্যোগে এ মেলা শুরু হয়। কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস,পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান,খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম,খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি আলহাজ¦ মোহাম্মদ কাশেম প্রমূখ।
খাগড়াছড়ি বিভিন্ন ব্যাংকের ম্যানেজার, ব্যাংক প্রতিনিধি, রাজনীতি দলীয় নেতা কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। পরে আড়াই লক্ষ টাকার বেশি অর্থ উপার্জনকারীরা স্ব-উদ্যোগে তাদের আয়কর জমা দিতে মেলা প্রাঙ্গণে ভীড় জমায়। এ মেলা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।