বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০১:১৫ পূর্বাহ্ন
মোবারক হোসেন,খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (গণতান্ত্রিক) পার্টির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৫নভেম্বর শুক্রবার সকালে এ উপলক্ষে লক্ষ্মীছড়ি বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা সাবেক চেয়ারম্যান বাবু দশরথ তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা। এছাড়াও লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরিমোহন চাকমা, মৌজা হেডম্যান জ্ঞানলাল চাকমা প্রমুখ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, ইউপিডিএফ(গণতান্ত্রিক) পাার্টর কেন্দ্রীয় কমিটির সদস্য গতি চাকমা।