১৩ নভেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশালে নিরাপত্তা জোরদার, ১৩ স্পটে তল্লাশি চৌকি সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন বানারীপাড়ায় হত্যাকান্ডের শিকার কৃষকদল নেতা আঃ লতিফের মৃত্যুতে শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত বরিশালের বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় চাল বিতরণ উদ্বোধন নতুন ক‌রে বাংলাদেশ গড়া আমাদের নির্বাচনি অঙ্গীকার: আনিসুর রহমান খোকন পর্যটকবাহী নৌকাডুবি : পশুর নদে নিখোঁজ বরিশালের মেয়ে সাবেক নারী পাইলটের লাশ উদ্ধার প্রতিবন্ধী মনিরকে অচেতন করে অটোরিকশা চুরি না খেয়ে দিন কাটাচ্ছে পরিবার বাবুগঞ্জে ইউপি সদস্যের পুত্রকে হত্যাচেষ্টার অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তেঁতুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকারসহ চার লাখ লুঠ থানায় মামলা ঘোড়াঘাটে দাবিহীন ১৫’শ দলিল পুড়িয়ে বিনষ্ট
মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ১০ জেলের মৃতদেহ উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ১০ জেলের মৃতদেহ উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

বরিশালঃ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তান্ডবে ২৪ জেলেসহ মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ১০ জেলের মৃতদেহ উদ্ধার বরিশালের মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বাহাদুরপুর এলাকাধীন মাছকাটা নদী থেকে ডুবে যাওয়া ট্রলারটি’র পাশাপাশি ৯টি এবং আগের রোববার রাতে আরও একটি লাশ উদ্ধার করা হয়। তবে ট্রলার ডুবির ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র দে। উদ্ধার হওয়া মৃতদেহগুলো ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর এলাকার বিল্লাল, কবির, নজরুল, কামাল, আব্বাস, হাসান, রফিক, নূরনবী ও মফিজ। এছাড়া রোববার রাতে উদ্ধার হওয়া ব্যক্তির নাম খোরশেদ। এসআই কমল চন্দ্র দে জানান, ‘রোববার ঝড়ের কবলে পড়ে ২৪ জন জেলেসহ মেঘনায় ডুবে যায় একটি মাছ ধরা ট্রলার। এসময় স্থানীয় কোস্টগার্ডের তৎপরতায় ১৩ জন উদ্ধার হয়। তবে ১১ জন নিখোঁজ ছিল। তিনি বলেন, ‘রোববার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় মাছকাটা নদীতে ডুবে যাওয়া ওই ট্রলারটির সন্ধান পাওয়া যায়। এসময় সেখান থেকে খোরশেদ নামের একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সোমবার রাতে ওই ট্রলারটি উপরে তোলা হলে একে একে ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের স্বজনরা ঘটনাস্থলে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে এসআই কমল জানিয়েছেন। বরিশাল জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক ১০ জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখনো এক জেলে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019