০৬ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রবিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন প্রস্তুতি সভা করেছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং কন্ট্রোল রুম। স্বাস্থ্য এবং ফায়ার সার্ভিসকেও প্রস্তুত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
৯ নভেম্বর শনিবার সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র সভাপতিত্বে জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. আজগর হোসেন, সহকারী প্রোগ্রাম অফিসার রাজীব রায় চৌধুরী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাদিকেুর রহমান, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।