২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশালে তীব্র গরম ও তাপদাহে সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রী সেঃ রেকর্ড, বানারীপাড়ায় বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় দর্শনায় তৃষ্ণার্থ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ,স্যালাইন এবং শরবত পানি বিতরণ ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক- হেলপার নিহত ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক পেয়ে ভোটের মাঠে প্রার্থীরা সুন্দরগঞ্জে যুবলীগ নেতা আজমের উপর দুর্বৃত্তদের হামলা চুয়াডাঙ্গায় রাতে বাবাকে নিতে আসতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছেলের মুত্যু, দু’ বন্ধু মারাত্নক জখম বানারীপাড়ায় বসতঘরে লাগা আগুনে শতবর্ষী বৃদ্ধার করুন মৃত্যু ! বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী
সাবিনা (৩০) নামে এক গৃহবধূর পিটিয়ে হত্যা করা হয়েছে ।

সাবিনা (৩০) নামে এক গৃহবধূর পিটিয়ে হত্যা করা হয়েছে ।

বরগুনার বেতাগীতে সাবিনা (৩০) নামে এক গৃহবধূর পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামী নুর আলমের বিরুদ্ধে।

এ ঘটনা ধামাচাপা দিতে ওই গৃহবধূর মুখে বিষ ঢেলে দিয়েছেন বলে দাবি করছেন সাবিনার পরিবার। এদিকে এ ঘটনার পর পরই পালিয়ে গেছে নুর আলম। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরগুনা জেনারেল হাসাপাতালে সাবিনার মৃত্যু হয়। এর আগে দুপুর ১২টার দিকে নুর আলম সাবিনাকে বেধরক পেটায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যান।

নুর আলম বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সরিষামুড়ি গ্রামের বাসিন্দা হাতেম খলিফার ছেলে। সাবিনার বাবা আলতাফ জানান, জামাই নুর আলম অনেক আগে থেকেই তার মেয়ে সাবিনাকে মারধর করতো। মারতে মারতে মেরেই ফেলেছে। মেয়ে হত্যার বিচার দাবিতে জামাইয়ের বিরুদ্ধে মামলা করবেন তিনি।

বরগুনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জিকু শীল জানান, বিষপান করা রোগীকে হাসাপাতালে নিয়ে আসার পর ওয়াস করার সময় তার মৃত্যু হয়। বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি বরগুনা জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হবে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019