১৬ Jul ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন, ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি, বুধবার, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আনোয়ার পঞ্চায়েত মিলন,ভোলা।।
ভোলার চরফ্যাশনে পুজার আতশবাজির আগুন লেগে যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা নেয়ার পথে মৃত্যু হয় চরফ্যাশনের বাজার ব্যাবসায়ী আযাদের।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, চরফ্যাশন বাজারের ব্যাবসায়ী ফারুক কবিরাজের ছেলে মোঃ আজাদ (২৮) এর জনতা রোডে তার আয়ুর্বেদিক ঔষধের ব্যবসা রয়েছে। গতকাল রবিবার ১৩ অক্টোবর দুপুর আড়াইটায় ঔষধের দোকানের পিছনে কাজ করছিল মোঃ আজাদ। এসময় হিন্দু যুবকরা পাশেই আতশবাজি ফুটায়। আতশবাজির পটকা পাশে রাখা একটি ড্রামে আগুন লেগে মুহুর্তেই মোঃ আজাদের গায়ে লেগে আগুনে পুড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তাররা তাকে বরিশালে রেফার করে। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে ১৪অক্টোবর ভোর ৪ টায় আজাদ মৃত্যুরকোলে ঢলে পড়েন।
এ ঘটনায় চরফ্যাশনে চলছে শোকের মাতম।