২০ নভেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বরিশাল সদর উপজেলার চরমেনাই ইউনিয়নের রাজারচর খেয়াঘাটে নব্যযুবলীগ নেতার জুয়ার আসরে হানা দিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
৮ অক্টোবর দিবাগত রাত সোয়া ১১ টার দিকে অভিযান চালায় পুলিশ। এসময় ৫ জন ও জুয়া খেলার তাস এবং টাকা জব্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
আটককৃত’রা হলেন নব্য যুবলীগ নেতা বজলু হাওলাদার, ফরিদ রাড়ী, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক সরোয়ার রাড়ী, নুরু হাওলাদার এবং আরেক জনের নাম জানা যায় নি।
জানা গেছে, রাতে নিয়মিত ডিউটি যান কোতয়ালী থানার এএসআই শরিফুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এবিষয় কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুয়ারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।