১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক :: ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজার এলাকার মৃর্ধা বাড়ীতে অভিযান চালিয়ে ২৪৫ পিচ ইয়াবাসহ নজরুল মৃর্ধা (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বোরহানউদ্দিন থানা পুলিশ।
রবিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মু.এনামুল হকের নেতৃত্বে ইয়াবা ব্যবসায়ীরবাড়িতে এ অভিযান চালায় পুলিশ ।
এসময় মাদক ব্যবসায়ী নজরুলের কাছ থেকে ২৪৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয় । পরে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। সে দীর্ঘদিন যাবত মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত । তার নামে বোরহানউদ্দিন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ২৪৫ পিচ ইয়াবাসহ আটকের ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মাদক মামলা হয়েছে ।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মু. এনামুল হক জানান, ২৪৫ পিচ ইয়াবাসহ আটক নজরুল মৃর্ধার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। অভিযানের প্রেক্ষিতে আরো একটি মাদক মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।