শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০১:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতার উপস্থিতিতে বাল্য বিয়ের অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও রাহুতপাড়া গ্রামের পরিমল সরকারের মেয়ে প্রিয়া সরকারের সাথে গৌরনদী উপজেলার সমদ্দারপাড় গ্রামের সুশীল বাড়ৈর ছেলে বিএম কলেজের ইতিহাস বিভাগের ছাত্র সুজন বাড়ৈর প্রেমের সম্পর্ক চলে আসছিলো। বৃহস্পতিবার গভীর রাতে সুজন প্রিয়ার সাথে দেখা করতে গেলে স্থানীয়রা তাদের আটক করে। বিষয়টি স্থানীয় অমল সরকার উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল সমদ্দারকে ফোনে জানালে ওই রাতেই তাদের বিয়ে সম্পন্ন হয়। নিখিল সমদ্দারের সম্মতিতে বাল্য বিয়ের কথা অস্বীকার করে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার বলেন, তিনি মেয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া যাবেনা বলে ফোনে ছেলের অভিভাবদের ঘটনাস্থলে উপস্থিত হতে বলেন। তিনি আরও বলেন, তাদের বিয়ের কথা প্রত্যাখ্যান করে ছেলের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতিতে মুচলেকা রেখে ছেড়ে দিতে বলেছিলেন। পরে বিয়ে হয়েছে কিনা তা তিনি জানে না বলেও জানান।