২০ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোনের ইন্তেকাল
ইসলামি ব্যাংক হাসপাতালে যৌন হয়রানির অভিযোগ

ইসলামি ব্যাংক হাসপাতালে যৌন হয়রানির অভিযোগ

বরিশাল অফিস : ইভটেজার আ: রাজ্জাকের কারণে ভাবমূর্তী হারাচ্ছে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতাল। আ: রাজ্জাক প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছে অনেকেই তবে কানাঘুষা চলছে সর্বত্র।

প্রতিষ্ঠানের এক স্টাফ নার্সকে চাকুরী স্থায়ী করণের শর্তে অনৈতিক প্রস্তাব দেন প্রশাসনিক কর্মকর্তা আ: রাজ্জাক। আ: রাজ্জাকের প্রস্তাবের অডিও রেকর্ড নার্স প্রকাশ্যে এনে প্রতিষ্ঠানের সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিচারের দাবী জানান।

প্রতিষ্ঠানের তৎকালীন সুপার ডা: সামছুল হক বিষয়টি আমলে নিয়ে কসসালটেন্ট ডা: গোলাম সরোয়ার কে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তা আ: রাজ্জাককে শাস্তি মুলকভাবে তাৎক্ষনিক ঢাকায় বদলী করা হয়। অপর দিকে যৌন হয়রানীর বিচার চাওয়ায় নার্সকে নাটকিয় ভাবে চাকরিচ্যুত করা হয়। বর্তমানে আ: রাজ্জাক বরিশালে স্বপদে দ্বায়িত্ব পালন করলে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, যৌন হয়রানীর অভিযোগে জেলা প্রশাসক, ডিআইজি, ওসি সহ অনেেেকই শাস্তি পেলেও এ প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঘটল উল্টোটা।

অভিযোগের সত্যতা থাকার পরেও অভিযোগকারীকে চাকুরিচ্যুত হতে হয়েছে।
অন্যায় ভাবে নার্সকে চাকুরিচ্যুত করার পাশাপাশি অভিযুক্তকে চাকুরিতে বহাল রাখা হয়েছে। এচক্রটি বর্তমান সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্যই এমনটা করেছে বলে জানান অনেকে।

এব্যাপারে, প্রশাসনিক কর্মকর্তা আ: রাজ্জাক প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরবর্তীতে জানান, তার বিরুদ্ধে একনার্স যৌন হয়রানীর অভিযোগ করেছিলো তবে তা সত্য নয়।
এব্যাপারে তদন্ত কমিটির একজন বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতাল’র হিসাব বিভাগ ইনচার্জ মামুন হাওলাদার বলেন, ব্যপারটা আমাদের ইন্টারনাল। এক নার্স যৌন হয়রানীসহ অন্যান্ন অভিযোগ এনেছিলো তার বিরুদ্ধে।

এব্যাপারে প্রতিষ্ঠানের তৎকালীন সুপার ডা: সামছুল হক বলেন, নার্সের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। তদন্ত রিপোর্ট অনুযায়ী রাজ্জাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য হেড অফিসে প্রতিবেদন দাখিল করেছি। ব্যবস্থা নেয়ার মালিক তারা। তবে তাৎক্ষনিক আ: রাজ্জাককে ঢাকায় শাস্তি মুলক বদলি করা হয়েছিলো।

অপর দিকে ঐনার্স অন্য প্রতিষ্ঠানে চাকুরি নিয়েছে। এব্যাপরে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতাল’র সুপারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয় সম্ভব হয়নি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019