২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল -৩ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর সমর্থকদের নির্বাচন আচারণবিধি লঙ্ঘন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নির্বাচনী দায়িত্বে থাকা বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিনা অনুমতিতে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে সরকারী গ্রাউন্ডে নির্বাচন আচারণ বিধি লংঘন করে মিছিল করেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের নেতৃবৃন্দ।
যার কারণে জাতীয় সংসদ নির্বাচন আচারণ বিধিমালা ২০০৮ এর ১৮ ধারা আইন লঙ্ঘনের অভিযোগে তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস বলেন, নির্বাচনী আচরণবিধি রক্ষায় তাঁরা কাজ করছেন। আচরণবিধি লঙ্ঘন করা লাঙ্গল প্রতীকের সমর্থকদের জরিমানা করা হয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।