২১ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩( বাবুগঞ্জ -মুলাদী) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ৭ জন প্রার্থী উৎসবমূখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৩০ নভেন্বর (বৃহস্পতিবার) সকাল থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপনের মনোনয়ন দাখিল উপলক্ষ্যে বরিশাল-৩ আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হন বাবুগঞ্জ উপজেলা চত্বরে।
পরে দুপুর ১২ টায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরদার খালেদ হোসেন স্বপন দলীয় নেতাকর্মীদের নিয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবাহী অফিসার শাকিলা রহমান এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন। একই দিন বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আতিকুর রহমান এর পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়াও জাকেরপার্টির মনোনিত প্রার্থী মোঃ মিজানুর রহমান বাচ্চু দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এর আগে ২৯ নভেন্বর (বুধবার )মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর-মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু, ড.আমিনুল হক কবির ও ওয়ার্কার্স পার্টির সাবেক এমপি এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান।