২১ নভেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারি) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি হিসেবে মনোনীত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুজ্জামান মুক্তা।
এ খবরে আজ রোববার সন্ধ্যায় তেঁতুলিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অংশগ্রহণে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তা বাজারের তেঁতুল তলায় সংক্ষিপ্ত জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলি জুয়েল, ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের আবদুল বাসেত, সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাকিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কার্যনির্বাহী সদস্য খন্দকার সামসুজ্জোহা নিয়াজিদ প্রমূখ।