২১ নভেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
বরিশালে বিএনপির মশাল মিছিলে হামলা আহত ৪ আটক-১

বরিশালে বিএনপির মশাল মিছিলে হামলা আহত ৪ আটক-১

আজকের ক্রাইম ডেক্স॥ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে বরিশাল নগরীতে মশাল মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির চার নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে।

শনিবার রাত ৮টার দিকে নগরীর বিএম কলেজ মসজিদ গেইট থেকে বের হওয়া মিছিল থেকে পুলিশ একজনকে আটক করেছে বলে দাবি বিএনপির।

তবে আটকের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়। মিছিলটি শহীদ মিনার গেইটের কাছাকাছি পৌঁছালে ছাত্রলীগের কর্মীরা ধাওয়া দেয়।

মশাল ফেলে বিএনপির নেতাকর্মীরা ছোটাছুটি করেন। পরে র‌্যাব ও পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যান।

বিএনপির আফরোজা খানম নাসরিন বলেন, হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা করেন। এতে আমিসহ চারজন আহত হই। অন্য আহতরা হলেন- ছাত্রদল কর্মী আশিক, আমিন ও রেদওয়ান।

মিছিল থেকে পুলিশ ছাত্রদল কর্মী মিজানকে আটক করেছে বলে জানান তিনি।

হামলার অভিযোগ অস্বীকার করে বরিশাল বিএম কলেজের ছাত্রলীগ নেতা ইমরান হাওলাদার বলেন, মশাল মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা একটি অটোরিকশায় অগ্নিসংযোগের চেষ্টা করেন।

তখন তাদের ধাওয়া দেওয়া হয়। পালাতে গিয়ে পড়ে গিয়ে তারা আহত হতে পারেন। আমরা কাউকে মারধর করিনি। ঘটনার পর পুলিশ একজনকে নিয়ে গেছে।

ওসি আনোয়ার হোসেন জানান, তাদের কাছে আটকের কোনো খবর নেই। পেলে জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019