২১ নভেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ৮০ পিচ ইয়াবাসহ সুজন তামিদার (৩০) নামে একজন কে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। সুজন তামিদার উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের শাহজাহান তামিদারের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে রাকুদিয়া গ্রামের একটি ঘর থেকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে বাবুগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চত করেন বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তুষার কুমার মন্ডল।
তিনি বলেন, বাবুগঞ্জ থানায় কর্মরত এস আই মোঃ আনোয়ারুল ইসলাম এক গোপন সংবাদের ভিত্তিতে ঘরে তল্লাশী চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন।এ ঘটনায় শুক্রবার সকালে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৮।