২১ নভেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সংশোধ
রাহাদ সুমন ,
ঢাকা থেকে বিশেষ প্রতিনিধি॥
বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে রেকর্ডসংখ্যক ২০ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিন পর্যন্ত এ আসনে মোট ২০ জন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।
তারা হলেন বরিশাল-২ আসনের বর্তমান
সংসদ সদস্য মোঃ শাহে আলম,
সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনি,
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান,আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান,বরিশালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা,বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,
জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, শেরে বাংলার দৌহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু, বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান,
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,
আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও বিটিভির সাংবাদিক সুজন হালদার, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক,
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সন্যামত,ইদ্রিস মোল্লা,আব্দুল হক ও মাজহারুল ইসলাম মিরাজ। এদিকে দলীয় মনোনয়নে নৌকার টিকিট পাওয়ার ব্যপারে বর্তমান সংসদ সদস্যসহ দলীয় মনোনয়নপত্র জমা দেওয়া ২০ প্রার্থী ও তাদের অনুসারী নেতা-কর্মীরা আশাবাদী। এদের মধ্যে কয়েকজন আবার শতভাগ আশাবাদী। এ আসনে বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহে আলমকে ঠেকাতে মূলত এত রেকর্ডসংখ্যক প্রার্থী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
পৃথক অবস্থান থাকলেও শাহে আলমকে ঠেকাতে তারা সবাই একাট্টা। দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়াদের মধ্যে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ
বানারীপাড়া ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতারাও রয়েছেন।। শাহে আলমের সঙ্গে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দা-কুমড়া সম্পর্ক। তার সঙ্গে নেই
নির্বাচনী এলাকার দুই উপজেলার উপজেলা চেয়ারম্যান ও মেয়র এবং আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা।
সম্প্রতি সাংসদ শাহে আলমের বিরুদ্ধে দলের বর্ধিত সভায় অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতিসহ ১৭ টি বিভিন্ন অভিযোগ এনে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে শোকজ করেন। এমপিকে দলের শোকজ নিয়ে তখন হইচই পড়ে যায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে পাল্টা শোকজ দেয় জেলা আওয়ামী লীগ। তখন
নেতা-কর্মীদের স্বাক্ষর জাল করে এমপির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিবৃতিদানের ঘটনায় এমপির অনুসারী বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের ৫ নেতার বিরুদ্ধে আদালতে জাল -জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়। এনিয়ে এমপিপন্থী ও বিরোধীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।
এদিকে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন ,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী এবং সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিংহভাগ নেতা-কর্মী এ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের পক্ষে অবস্থান নিয়েছেন।
তারা তালুকদার মোঃ ইউনুসের সঙ্গে উপস্থিত থেকে তার দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এসময় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাও উপস্থিত ছিলেন। যদিও সানা নিজেও দলীয় মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মী ও সমর্থকরা এ আসনে
দুঃসময়ের ত্যাগী,পরীক্ষিত,
সৎ,যোগ্য,কর্মীবান্ধব ও মুজিব অন্তপ্রাণ নেতাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে সকল জল্পনা-কল্পনা ও গুজব-গুঞ্জন ছাপিয়ে বরিশালের সৌভাগ্যের এ আসনে কে হবেন নৌকার মাঝি তা নিশ্চিত হয়ে যাবে আগামী দু-তিন দিনে। এখন কেবলই সবার রুদ্ধশ্বাস অপেক্ষা। ###