২১ নভেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে মাদ্রাসার ছাত্রী মোছাঃ লামিয়া আক্তার সিনহা (০৬)কে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
রবিবার (১৯ নভেম্বর) সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে পারভেজ নার্সারীর সামনে কামরাঙ্গা দেয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক লামিয়া আক্তার সিনহাকে ধর্ষণ করে ইনছার আলী (৫৫)। ধর্ষণের সময় বাচ্চার চিৎকারে স্থানীয়রা ঘটনা স্থলে উপস্থিত হয়লে আসামি সুকৌশলে পালিয়ে যায়।পরবর্তীতে মেয়ের গুপ্ত স্থানে প্রচন্ড ব্যাথার বিষয়ে পরিবারকে জানালে,তাৎক্ষণিক লামিয়া আক্তার সিনহাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডাঃমোঃ জাকিরুল ইসলাম দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বলে জানিয়েছেন তার পরিবার।
পরিবার সূত্রে জানাযায় মোছাঃ লামিয়া আক্তার সিনহা বিরামপুর মিফতাউল জান্নাত একাডেমীর নার্সারীর ছাত্রী।সে বিরামপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের শিমুলতলী মির্জাপুর গ্রামের সেকেন্দার আলীর মেয়ে।
আসামি ইনছার আলী পেশায় কাঠমিস্ত্রি।সে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ছোট মাগুরা (শালখুড়িয়া) গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার পঁচা করমজী গ্রামহতে আটক করে বিরামপুর থানার এসআই নিহার রঞ্জন, আশরাফুজ্জামান,আঃরশিদ ও এ এস আই শামীম।এবিষয়ে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার।