২১ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করা হয়েছে। আজ শনিবার (১১ নভে:) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। কেন্দ্রের সঙ্গে সংগতি রেখে সারা দেশের ন্যায় দিনাজপুর বিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগ কর্মসূচি গ্রহন করেন। উক্ত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য,উপজেলা কার্যালয়ে দলিয় ও জাতীয় পতাকা উত্তলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা ও দোয়া মাহফিল।
এবিষয়ে বিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,বিরামপুর পৌরমেয়র অধ্যক্ষ আককাস আলী,বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শিবেশ কুন্ডু, সভাপতির আব্দুর রাজ্জাক,কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, ছাত্রনেতা মোঃ ফারুক হোসেন, ও যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অত্র আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় ও উপস্থিত কর্মীগনের মধ্যে মিস্টিমুখ করা হয়েছে। এছাড়াও উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে স্হানীয় নেতৃবৃন্দ গন উপস্থিত ছিলেন।।