২১ নভেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স: চূড়ান্ত আন্দোলনে থাকা অবস্থায়ই বিএনপিকে নতুন পরামর্শ দিলেন ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তার মতে, তত্ত্বাবধায়ক সরকারের মনোযোগ না দিয়ে বিকল্প পন্থা বের করা উচিত।
বুধবার (৮ নভেম্বর) সকালে তার নিজ বাসা বনানীতে এক সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন মেজর হাফিজ। তিনি বলেন, বিএনপির রাজনীতিতে আমি গুরুত্বহীন। খালেদা জিয়া আমার নেত্রী। শারীরিক অবস্থার কারণেই রাজনীতি থেকে আগ্রহ হারিয়েছি, আমি যে নতুন দল করতে যাচ্ছি সেই তথ্য সঠিক নয়। মেজর হাফিজ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার ফলে দলটি ক্ষমতার বাইরে নিক্ষিপ্ত হয়েছে।