২২ নভেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মোক্রারুজ্জামান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা/ মোঃ আব্দুল কুদ্দুস উপজেলা প্রতিনিধি আলমডাঙ্গা::-
মেহেরপুরের গাংনীতে ৪২৬ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে গাংনী থানা পুলিশ। রোববার সকাল সাড়ে ৭ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- হাড়াভাঙ্গা মোল্লাপাড়ার মজিবর রহমানের ছেলে সুমন ২৯ এবং একই গ্রামের সেন্টার পাড়ার রুহুল আমিনের ছেলে মিন্টু মিয়া ২৮কে জানা গেছে আটককৃত সুমন ও মিন্টু মিয়া ট্রলিতে করে উপজেলার সহড়াতলা গ্রাম থেকে ফেন্সিডিল নিয়ে কুষ্টিয়া ত্রিমোহনীতে যাওয়ার সময় বালিয়াঘাট এলাকায় পৌঁছুলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের ট্রলিতে থাকা দুই বস্তাতে ৪২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি ওবাইদুর রহমান জানান সহড়াতলা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ট্রলিতে করে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের এস আই আঃ হকের নেতৃত্বে এ এসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বালিয়াঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে সুমন ও মিন্টু মিয়া নামের দুই যুবককে আটক করা হয়। পরে তাদের ট্রলিতে থাকা দুই বস্তাতে থাকা ৪২৬ বোতল ফেন্সিডিলস উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।