২০ নভেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেস্ক
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নানা কর্মসূচী পালন করেছে বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব। ১০ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টায় পবিত্র কোরআন খতম, আসর বাদ দোয়া মোনাজ, সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ করা হয়। তাছাড়া বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে এখন থেকে মাসব্যাপী নিয়মিত সন্ধ্যায় বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ অনুষ্ঠিত হবে। গতকাল প্রথম দিনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশার প্রেস ক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক সমন্বয় পরিষদ’র সাবেক সভাপতি এ্যাডভোকের এস.এম ইকবাল। এতে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক মামুনুর রশীদ নোমানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আমাদের নতুন সময়’র ব্যুরো প্রধান মোঃ মামুন-অর-রশিদ, মেট্রোপলিটন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এ্যাড.দুলাল প্রমূখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক সদস্য ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।