২২ নভেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনকে ঘুষের এক লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে এক রাইস মিল মালিকের কাছ থেকে টাকা নেয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।
দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া বলেন, কাজ পাইয়ে দেয়ার কথা বলে রাইস মিল মালিক কামরুজ্জামানের কাছে সাড়ে সাত লাখ টাকা দাবি করেন ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন। বিষয়টি কামরুজ্জামান দুদককে অবহিত করেন। চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার কামরুজ্জামানের কাছ থেকে টাকা নেয়ার সময় মো. ইলিয়াস হোসেনকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।