২১ নভেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালে নিত্যপন্যের বাজার বিশেষ করে আলু, ডিম ও পিয়াজের দাম স্থিতিশীল রাখতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর সাগরদী বাজার ও পুলিশ লাইন্স এলাকায় এঅভিযান চালায় তারা। অভিযান চলাকালে মূল্য তালিকার চেয়ে আলুর দাম বেশি রাখায় সাগরদীর বাজারের দুইটি মুদির দোকান ৪ হাজার টাকা ও পুলিশ লাইন্স এলাকায় হট প্লেট রেস্টুরেন্টে ফ্রিজে আগের দিনের পচা-বাসি খাবার রাখার আপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
এ সময় মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহযোগিতা করেন। নিত্যপন্যের মূল্য সহনীয় রাখতে এই নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।