২১ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
ঢাকার চেক প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত ও অর্থ দন্ডে দন্ডিত আসামীকে বরিশালের আগৈলঝাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই গৌরাঙ্গ চন্দ্র চন্দ সঙ্গিয় ফোর্স নিয়ে বুধবার রাতে উপজেলার রাংতা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মোসলেম উদ্দিন হাওলাদারের ছেলে সাজাপ্রাপ্ত আসামী জিএম ফারুক হোসাইনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত ফারুককে সিআর ১৪৮০/১৪, ২৯২১/১৫ চেক প্রতারনা মামলায় ঢাকা মহানগর যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক তিন মাসের বিনাশ্রম কারদন্ড এবং ৪ লাখ ৯৭হাজার ৬শ ৩২টাকা অর্থ দন্ডে দন্ডিত করে রায় প্রদান করেন। রায়ের দিন থেকে আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।গ্রেফতারকৃত জিএম ফারুককে বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।