২১ নভেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীর সামনে মটর সাইকেল চালক স্বামীর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ছাতিয়ান তলা গ্রামের আব্দুল আজিজের ছেলে ও চুয়াডাঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী হারুন অর রশীদ (৫০)মোটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে গ্রামের বাড়ি আসছিলেন। পথে উপজেলা ব্রাক অফিসের সামনে একটি ইজি বাইকের সাথে মুখোমুখি ঢাক্কা লাগে ও মটরসাইকেল হতে দুইজনেই পিচ রাস্তার উপর ছিটকে পড়ে যায়। মাথায় মারাত্নক জখম হয়ে হারুন ঘটনাস্থলেই মারা যায়। ও তার স্ত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ওপারেশন)মোঃ শফিউল আলম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।