মাহমুদ হাসান রনিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীর সামনে মটর সাইকেল চালক স্বামীর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ছাতিয়ান তলা গ্রামের আব্দুল আজিজের ছেলে ও চুয়াডাঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী হারুন অর রশীদ (৫০)মোটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে গ্রামের বাড়ি আসছিলেন। পথে উপজেলা ব্রাক অফিসের সামনে একটি ইজি বাইকের সাথে মুখোমুখি ঢাক্কা লাগে ও মটরসাইকেল হতে দুইজনেই পিচ রাস্তার উপর ছিটকে পড়ে যায়। মাথায় মারাত্নক জখম হয়ে হারুন ঘটনাস্থলেই মারা যায়। ও তার স্ত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ওপারেশন)মোঃ শফিউল আলম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.