২১ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে ঝালকাঠিতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন।এবছর জেলায় প্রাথমিক, মাধ্যমিক, ইফতেদায়ি, দাখিল ও কারিগড়ি বিভাগে ১০৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ৮১ হাজার ১৪৮ শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ ৬৫
হাজার ২১০ খানা বই বিতরণ করা হচ্ছে।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে বই উৎসবে অন্যানের মধ্যে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম , জেলা আওয়ামী লীগের সেক্রেটারি খান সাইফুল্লাহ পনির , পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ,সহ শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।