২১ নভেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
ঘুষ দাবির অভিযোগে ইউএনওসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ঘুষ দাবির অভিযোগে ইউএনওসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামসহ ছয় সরকারি কর্মকর্তা ও সাত সরকারি জমি দখলকারীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। দখলদারের কবল থেকে জমি উদ্ধারে ভূমিকা না রেখে উল্টো প্রতিকার প্রার্থীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়।

জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা মুহিতুর রহমান তালুকদার নামে একজন আইনজীবী গতকাল সোমবার সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে সিলেটের দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন ।

ইউএনওর দাবি, এই ঘটনার সূত্রপাত তিনি যোগদান করার আগে। আর মামলার আরজিতে বলা হয়েছে, সার্ভেয়ার ঘুষ দাবি করেছেন। তবে সার্ভেয়ার সেটি অস্বীকার করেছেন।

মামলার এজাহারে উল্লেখকৃত বিবাদীরা হলেন– ইউএনও সাজেদুল ইসলাম, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সাবেক সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, সাবেক সার্ভেয়ার আব্দুল মোনায়েম খান, বর্তমান সার্ভেয়ার মুহিবুর রহমান ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা একে এম নাজমুল হুদা খান। অন্যরা হলেন– হবিবপুর গ্রামের বাসিন্দা আলকাব আলী, সিজিল মিয়া, রুহিন মিয়া, সুজাত মিয়া, আবু শায়েক, আলী আকবর ও জামাল মিয়া।

মামলার তথ্যমতে, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর মৌজার এক নম্বর খতিয়ানের ১২৫ নম্বর দাগের ২২ শতক গোপাট ও রাস্তার জমি ২০১৪ সালে জবরদখল করেন আলকাব আলী, সিজিল মিয়া, রুহিন মিয়া, সুজাত মিয়া, আবু শায়েক, আলী আকবর ও জামাল মিয়া। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই সরকারি জমি থেকে দখলদারদের উচ্ছেদের জন্য ২০২০ সালের ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) দখলকারীদের সাত দিনের মধ্যে উচ্ছেদের জন্য নির্দেশ দেন।

মামলার বাদী সিলেট জজ আদালতের অ্যাডভোকেট মুহিতুর রহমান তালুকদার জানান, দখলদাররা ভূমি অফিসের কর্মচারীদের ম্যানেজ করেই সরকারি ভূমিতে দোকানপাট ও পাকা বসতঘর করে আছেন। উচ্ছেদের কোনো প্রতিকার না পেয়ে ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবর আবারও আবেদন করা হয়। জেলা প্রশাসক ওই সময় জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর আরডিসিকে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেন। পরে আরডিসি ওই বছরের ২৪ অক্টোবর ইউএনও সাজেদুল ইসলামকে অবৈধ দখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পর তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি সার্ভেয়ার মুহিবুর রহমানের পরামর্শ অনুযায়ী কাজ করতে বলেন। সার্ভেয়ারের সঙ্গে কথা বললে তিনি দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। তিনি এর প্রতিবাদ জানালে সার্ভেয়ার পুলিশের ভয়ভীতি দেখান।

বাদীর আইনজীবী সুনামগঞ্জ জেলা বারের সদস্য আবুল আজাদ রুমান জানান, আদালত মামলাটি দুর্নীতি দমন কমিশন সিলেটকে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।

ইউএনও সাজেদুল ইসলাম জানান, মামলার বিষয়টি শুনেছেন, তবে তাঁর কাছে কোনো কাগজ যায়নি। যে ইস্যুতে মামলা হয়েছে তার সূত্রপাত তিনি জগন্নাথপুরে যোগদানের আগে। মামলায় তৎকালীন ইউএনও-এসিল্যান্ডকে যুক্ত করা হয়েছে। সার্ভেয়ার ঘুষ চেয়েছেন বলে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019