২১ নভেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার গৌরিপাশা এলাকায় শুক্রবার বিকেলে বরিশাল পরিবেশ অধিদপ্তরের অভিযানে কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে এমএম ব্রিকস এর মালিক আমিন হোসেন মানিককে ২০লক্ষ টাকা জরিমানা অনাদায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হালিম।
ইটভাটার মালিক আমিন হোসেন মানিক ভ্রাম্যমান আদালতকে নগদ টাকা পরিশোধ করতে না পারায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হালিম বলেন অবৈধভাবে কোথাও কাঠ দিয়ে ইট পোড়ানো যাবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
নাম প্রকাশ না করার স্বার্থে এলাকার সুশীল সমাজের কয়েকজন বলেন আশেপাশে অনেক ব্রিকস এ কাঠ দিয়ে ইট পড়ানো হয় সেখানে কেন কোন অভিযান পরিচালনা করা হয় না।