২১ নভেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার:-
বহুল আলোচিত বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা কালী মন্দিরের প্রতিমার স্বর্ন চুরির অভিযুক্ত স্বপন মজুমদারকে রাতে গৌরনদী মডেল থানা পুলিশ পারশো্বতি আগৈলঝাড়া থানার রামান্দেরআক এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত স্বপন আগৈলঝাড়া থানার বাহাদুরপুর (বাজনা) গ্রামের বিমল মজুমদারের পুত্র।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান খান জানান, গত ৭ নভেম্বর প্রকাশ্য দিবালোকে মন্দিরের কালী প্রতিমার গলায় সজ্জিত প্রায় ৮ভরি স্বর্নলংকার চুরি করে নিয়ে যায়। যা মন্দিরের সিসি ক্যামেরার ধারনকৃত ফুটেজের মাধ্যমে চোর স্বপন মজুমদারকে সনাক্ত করা হয়। এ ঘটনার পরের দিন ৮ নভেম্বর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রনবরঞ্জণ দত্ত থানায় মামলা দায়ের করেন।